কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার প্রতিটি ঘটনার বিচার হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে আন্দোলনকারী প্রকৃত শিক্ষার্থীদের কোনো হয়রানি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দুর্জয় শপথ' শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে নাশকতার পর অনেকের বিচার হয়েছে, কেউ কেউ আইনের ফাঁক গলে বের হয়ে গেছে। এবার সেটি হবে না। প্রত্যেক হামলাকারীকে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, রাষ্ট্রের ওপর হামলা বিএনপির তারেক রহমানের নির্দেশে হয়েছে। তারেক রহমানের ভয়েস সরকারের হাতে এসেছে। ছাত্রলীগের কর্মী মারলে ৫ হাজার, পুলিশ মারলে ১০ হাজার টাকা পুরস্কারের স্বীকারোক্তি তারাই দিয়েছে। এটি কোন রাজনৈতিক দল? এটি একটি দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন।

ড. হাছান মাহমুদ বলেন, গত ৬০ বছরে বিটিভিতে কখনো হামলা-ভাঙচুর হয়নি। স্বাধীনতা যুদ্ধের সময় বিটিভির কিছু কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু কখনো বিটিভিতে হামলা হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। ঢাকাবাসী ও দেশবাসীর গর্ব মেট্রো রেলস্টেশন জ্বালিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি, সর্বোচ্চ আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান হবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। শিক্ষার্থীরা যা চেয়েছিলেন, তার থেকে বেশিই পেয়েছেন। যদি শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরত, তাহলে বিএনপি-জামায়াত এই সুযোগটা পেত না।

জেপি/নি-২৬/এমএইচ