বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সাথে কোটা সংস্কার আন্দোলন তারা পর্যবেক্ষণও করছে বলে জানিয়েছে।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভ শত শত আহতের রিপোর্ট সম্পর্কে আমরা সচেতন রয়েছি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন আরও জানান, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানাই। যারা এই সংহিসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে।
মিলার বলেন, আমরা জানতে পেরেছি এই বিক্ষোভে এখন পর্যন্ত দুজন নিহত এবং শতশত বিক্ষোভকারী আহত হয়েছেন। তবে নিহতের বিষয়ে মিলার বিস্তারিত কিছু বলেননি।
জেপি/নি-১৬/প