লাউতারোর গোলে টানা দ্বিতীয়বার কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সমর্থকদের বিশৃঙ্খলার কারণে কোপা আমেরিকার ফাইনাল শুরু করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়ার ম্যাচেও বেশ নাটকীয়তা। তবে আর্জেন্টিনা খেলছে নিজেদের সেরাটা দিয়ে। ৯০ মিনিট খেলার পরও যখন গোল করতে ব্যর্থ হয় দুই দল। তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে  জয় নিয়ে নিজেদের ১৬তম কোপা আমেরিকা শিরোপা নিশ্চিত করলো মেসির আর্জেন্টিনা।

সোমবার যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরুর আগে টিকিট ছাড়াই দর্শকদের মাঠে ঢুকে পড়ার কারণে সময় মতো খেলা শুরু করতে পারেনি আয়োজকরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দর্শকদের নিয়ন্ত্রণে আনতে পারে তারা। অবশেষে সকাল ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় ৭টা ২৫ মিনিটে।

ম্যাচ শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটে গঞ্জেলো মনটিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের হেড গোলবারের বাঁ পাশ মিস করে বাইরে দিয়ে চলে যায়। এরপর ৫ মিনিটে লুইস দিয়াজ ও ১৩ মিনিট কার্লোস কুয়েস্টা কলম্বিয়ার হয়ে দুটি আক্রমণ করে কিন্তু তাতে  কাজের কাজ কিছু হয় না।

প্রথম ২০ মিনিট সেভাবে দেখা যায়নি মেসিকে। ২০ মিনিটের মাথায় প্রথমবার দলগত আক্রমণ করে আর্জেন্টিনা। বক্সে ঢুকে শট মারেন মেসি। যদিও ডিফেন্ডার ও গোলরক্ষকের যৌথ প্রচেষ্টায় তা আটকে যায়। ৩০ মিনিটের পরে আরও কয়েকটি সুযোগ তৈরি করে কলম্বিয়া। আর্জেন্টিনার গোলের নিচে থাকা এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করা সহজ ছিল না। কোনো গোল ছা্ড়াই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আক্রমণ কলম্বিয়ার। ৪৭ মিনিটে সান্তিয়াগো অ্যারিয়াসের ডান পায়ের দ্রুতগতির শট গোলবারের ডানপাশ দিয়ে চলে যায়। এরপর কাউন্টার অ্যাটাকে যায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ডি মারিয়ার করা বাঁ পায়ের শট সেভ দেন কলম্বিয়ার গোলরক্ষক।

৫৪ মিনিটে গোল করার আরেকটি সুযোগ তৈরি করে কলম্বিয়া। ডেভিনসন সানচেজের হেড চলে যায় গোলবারের উপর দিয়ে। কর্নার কিক থেকে হেড করে তাকে অ্যাসিস্ট করেছিলেন জন কর্ডোবা।

৬৪ মিনিটের ঘটনা হয়ত আর্জেন্টিনা ফুটবলের জন্য দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। আক্রমণভাগে যখন দলের বিশৃঙ্খল অবস্থা তখনই ইনজুরিতে পড়তে হয়েছে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে। নিজেই দৌড়াতে গিয়ে ইনজুরি হয়েছেন। তারকা এই ফুটবলারের চোট এতটাই ভয়াবহ ছিল যে, তার চোখ দিয়ে অশ্রু প্রায় বেরিয়ে আসছিল।

Screenshot 2024-07-15 112749

মেসিকে অবশ্য কেউ ফাউল করেনি। এরপর আর তাকে মাঠেই রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ স্কালোনি। বদলি হিসেবে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামান তিনি।

৭৫ মিনিটে কলম্বিয়ার জালে বল জড়িয়েই দিয়েছিল আর্জেন্টিনা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এরপর নির্ধারিত ৯০ মিনিট ফলাফল থাকে শূন্য। অবশেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের অনেকক্ষণ গোল না হওয়ায় খেলা ধীরে ধীরে টাইব্রেকারের দিকে এগোচ্ছিল। হতাশা আরও বাড়ছিল আর্জেন্টিনা দলে। ঠিক তখনই জাদু দেখালেন লাওভারো মার্টিনেজ। ১১২ মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন লাওতারো। তারপর সোজা ছুটে যান মেসির দিকে। আর্জেন্টাইন মহাতারকা জড়িয়ে ধরেন ফাইনালের গোলস্কোরারকে। মেসিকে দেখে মনে হচ্ছিল, প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

এদিকে ১-০ গোলে পিছিয়ে পড়ে কলম্বিয়া গোল করতে মরিয়া হয়ে উঠে। তারা পেশি শক্তি ব্যবহার করে খেলা শুরু করে । কিন্তু তাতে আর কোনো কাজ হয় না। অবশেষে রেফারির বাঁশিতে শেষ হয় অতিরিক্ত সময়ে খেলা। আর তাতেই ১৬তম কোপা আমেরিকা শিরোপা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। কোপা আমেরিকার ইতিহাসে এখন সর্বোচ্চ শিরোপাধারী দল আলবিসেলেস্তেরা।

জেপি/নি-১৫/প