নাইজেরিয়ার প্লাটুতে ক্লাস চলাবালীন অবস্থায় একটি বিদ্যালয়ের ভবন ধসের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২১ শিক্ষার্থী। এঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১২০ জন।
শুক্রবার সকালে উত্তর-মধ্য নাইজেরিয়ার ওই রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের দুই তলা বিশিষ্ট ওই ভবনটি ধসে পড়ে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ধসে পড়া ভবনটিকে ঘিরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন।
প্লাটু রাজ্যের তথ্য কমিশনার মুসা অশোমস জানান, বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ১২০ জন আটকা পড়েছে। আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।
ভবন ধসের কারণ হিসেবে ‘দুর্বল অবকাঠামো এবং নদীর তীরে অবস্থান হওয়াকে দায়ী করা হচ্ছে।
জেপি/নি-১৩/এমএইচ