ফুটবল বিশ্বে অন্যতম দুই চির প্রতিদ্বন্দ্বীর হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল- আর্জেন্টিনা দ্বৈরথ যেকোনো ফুটবল অনুরাগীয়দের রোমাঞ্চ। তবে এবারের কোপা আমেরিকায়  প্রত্যাশিত সাফল্যের মুখ দেখেনি ব্রাজিল। অন্যদিকে ঠিকই দাপটের সহিত ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

এদিকে ফাইনালে ব্রাজিল না থাকলেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ঠিকই থাকছেন ব্রাজিলিয়ান রেফারি। ৪৪ বছর বয়সী ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাস পেয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব।

শুধু তাই নয়, সরকারি দুই রেফারি ব্রুনো পাইরেস ও রদ্রিগো কোরেয়া,  ভি আর রেফারি রডোলফো টস্কি এবং সরকারি ভি আর রেফারি দানিলো মেনিসও ব্রাজিলিয়ান। সুতরাং কোপা আমেরিকা আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনালে পুরো ম্যাচেরই দায়িত্ব পালন করবেন ব্রাজিলিয়ান রেফারিরা

জেপি/নি-১২/প