ফিলিস্তিনে তীব্র অভিযানের মধ্যে ইসরায়েলি বাহিনী গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণে মধ্য গাজা উপত্যকায় সরে যেতে বলা হয়েছে। কারণ গাজা উপত্যকার উত্তর দিকে অভিযান চালাচ্ছে ইসরায়েল। উড়োজাহাজের মাধ্যমে আকাশ থেকে লিফলেট ফেলে বলে দেওয়া হয়েছে সবাই যেন গাজা সিটি ছেড়ে চলে যায়।
লিফলেট তারা জায়গাটিকে ভয়াবহ যুদ্ধ স্থান বলে বর্ণনা করেছে এবং নিরাপদ দুটি নির্দিষ্ট পথ ধরে সরে যেতে বলেছে।পথ দুটি চলে গেছে দেইর আল-বালাহ ও আল জাওইদার আশ্রয়কেন্দ্রগুলোর দিকে। ইসরায়েলের গাজা সিটি ফাঁকা করার নোটিশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
দুই সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার গাজা সিটির বিভিন্ন শহর থেকে বাসিন্দাদের যাওয়ার নির্দেশ দিয়েছে। বিভিন্ন শহর থেকে বাসিন্দাদের যাওয়ার নির্দেশ দিয়েছে। বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে। তাদের বিশ্বাস, হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সেখান থেকে সংগঠিত হচ্ছে।
গাজা সিটিতে আড়াই লাখের বেশি বাস করে। অনেকেই নিজ নিজ প্রাণ বাঁচাতে দক্ষিণ গাজায় ছুটছে। আবার অনেকেই বাড়ি-ঘর ফেলে যেতে ইচ্ছুক নয়।
এদিকে ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সেই সাথে অনেক মানুষ আহত হয়েছেন।
জেপি/নি-১১/প