বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রশ্ন রেখেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত মানুষ। এই মুক্ত মানুষকে কীভাবে মুক্ত করবো?
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি আবার আন্দোলনে যাচ্ছে। এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, দেখেন, আমি একটা কথা বুঝতে পারছি না। সেটা হচ্ছে, খালেদা জিয়া মুক্ত। এই মুক্ত মানুষকে কীভাবে মুক্তি দেব? আমি সেটা বুঝে উঠতে পারছি না।
এর আগে, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মূল্য স্ফীতির ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।
জেপি/নি-৯/প