ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে ‘ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে’ বলে হুমকি দিয়েছে ইরানের জাতিসংঘের মিশন।

গত বছরের অক্টোবরে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সাথে সংঘাতে জড়ায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

গত কয়েক মাস ধরে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহর। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ইরানের জাতিসংঘের মিশন এই হুমকি দিল।

ইরানি মিশন বলেছে, যদি লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদীরা (ইসরায়েল) পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন চালায়, একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে। সব প্রতিরোধ বাহিনীর যুক্ত হওয়াসহ সবকিছু বিবেচনায় নেওয়া হবে।

ইরানি মিশন আরও বলেছে, লেবানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রোপাগান্ডা ও স্নায়ু যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে।

উল্লেখ্য, হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইতোমধ্যে জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে।

জেপি/নি-২৯/এমএইচ