ইসলামিক প্রজাতন্ত্র ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার (২৮ জুন) সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গ্রহণ এবং এক টানা চলবে সন্ধ্য ৬টা পর্যন্ত। গত মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকাপ্টার দুর্ঘটনা মারা যাওয়া নির্ধারিত সময়ে বছর আগেই দেশটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনের আগেই প্রার্থিতা প্রত্যাহার করেছে নিয়েছে আমির হোসেন হাসেমি ও আলি রেজা জাকিনি। ভোট শুরুর একদিন আগে তারা তারা নির্বাচন থেকে সরে দ্বারান।
এখন লড়াই হবে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্ততাকারী দেলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি ও সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। এই চার নেতা নির্বাচনে প্রতিদ্বিতা করছেন।
প্রসঙ্গত, গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকাপ্টার দুর্ঘটনা মারা যান দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সাথে একই হেলিকপ্টার ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নরসহ অনেকে তারাও প্রেসিডেন্ট রাইসির সঙ্গে দুর্ঘটনা মৃত্যু বরণ করেন।
জেপি/নি-২৮/প