তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দুষলেন ট্রাম-বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চার বছর পর প্রথমবারের মতো সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার (২৮ জুন) সকাল ৭ টার দিকে এই বিতর্ক অনুষ্ঠিত হয় ।

বিতর্ককের শুরু তরে দুজনের কেউই করমর্দন করেননি। এরপর সঞ্চালক তাদের দুজনকে বিতর্কের নিয়ম জানিয়ে দেন।

এই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন জো বাইডেন। এসময় ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্প রাতে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে কটাক্ষ করেন বাইডেন। যদিও ট্রাম্প বরাবরই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।

এই উত্তরে ট্রাম বলেন না এগুলো গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন নিনি নির্বাচনে জিতলে ইউক্রেনে যুদ্ধ থামাবেন।

বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা নিয়ে তারা দুজনই একে অপরকে দুষেছেন।

ট্রাম অভিযোগ করে বলেন বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করতো না।

এই অভিযোগের জবাবে বাইডেন বলেন, ট্রাম তৃতীয় বিশ্বযুদ্ধ চায়।

এদিকে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচিত হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট।

জেপি/নি-২৮/প