আমাদের মধ্যে প্রায় সবাইকেই কোনো না কোনো সময় ফোনের সিগন্যালের সমস্যায় পড়তে হয়। খুব প্রয়োজন ছাড়া মুহূর্তে ঘনঘন কল ড্রপ হওয়া কিংবা আরও নানা ধরনের সমস্যা প্রবল অস্থিরতা মধ্যে পড়ার অভিজ্ঞা বোধহয় সবারই কম বেশি আছে। তবে কিছু সহজ উপায়ে ফোনের এই নেটওয়ার্ক সমস্যা দূর করা যেতে পারে।
প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনি কোনও কাঠামো বা বড় দেয়ালের পাশে আছেন কিনা। তাহলে সেখান থেকে বেড়িয়ে আসুন। এতে কাজ না হলে ফোনের কেস খুলে রাখুন।
এতেও যদি কাজ না হয় তাহলে দেখুন ফোনের চার্জ তক ভাগ আছে। যদি কম থাকে তাহলে ফোনে চার্জে বসান।
ফোনের সিগন্যাল সমস্যা ঠিক করার আরো একটি উপায় হলো ফোনের এয়ারপ্লেন মোড চালু করে আবার বন্ধ করা। তাতেও যদি কাজ না হয় তাহলে ফোন রিস্টার্ট করুন। প্রয়োজনে সিম কার্ড বের করে আবারও লাগাতে পারেন। সাধারণত এর মাধ্যমেই সিগন্যাল মজবুত হয়।
জেপি/নি-২৩/প