ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের দেহাংশের খোঁজে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাগজোলা খালে তল্লাশি অভিযান চলাকালে একাধিক হাড় উদ্ধার করেছে কলকাতা পুলিশ।

রোববার (৯ জুন) সকাল আটটা থেকে শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশির শুরুতেই এমপি আনার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সিয়ামের দেখানো স্থান থেকে ওই হাড়গোড়ের সন্ধান পেয়েছে পুলিশ।

তল্লাশি অভিযানে অংশ নিয়েছে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও ভারতীয় নৌসেনা। অভিযানের শুরুর দিকেই সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে তলাশি শুরু করা হলে হাড়গুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে দেখে সেগুলো মানুষের হাড়ই মনে হয়েছে।

এগুলো এমপির দেহাংশ কিনা জানার জন্য হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে সিআইডি। তবে সিয়ামের দাবি- হাড় গুলো এমপি আনারেরই।

এর আগে, শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।

সিআইডির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিয়ামের বাড়ি বাংলাদেশের ভোলা জেলার বোরহান উদ্দিন থানার বাসিন্দা সিয়াম। তার বাবা আলাউদ্দিন বালি। ৩৩ বছর বয়সী সিয়াম জঘন্য ওই হত্যাকাণ্ডের পর থেকে বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল।

জেপি/নি-৯/এমএইচ