টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল রোববার (৯ জুন) শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী দেশসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার রাষ্টপতি ভবনে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদি। সেই সাথে শপথ নেবেনে তার নতুন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যেসব দেশের রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই নয়াদিল্লিতে এসে পৌঁছেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে মোদির শপথ গহণ অনুষ্ঠানে যেসব দেশের রাষ্ট্র নেতারা আসবেন তাদের তালিকা প্রকাশ করেছে। তারা হলেন:
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
- মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
- মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ।
- নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল।
- ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।
- সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।
জেপি/নি-৮/প