গাজায় চলমান যুদ্ধের জেরে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
রোববার (২ জুন) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। খুব দ্রুতই দেশটির আইন সংশোধন করে তদারকির জন্য একটি মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
নিষেধাজ্ঞার খবরের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে মালদ্বীপ ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
গত বছর প্রায় ১১,০০০ ইসরায়েলি মালদ্বীপে ভ্রমন করেছিল, যা মালদ্বীপে মোট পর্যটকের ০.৬ শতাংশ।
"ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী" নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন মুইজ্জু।
মালদ্বীপের বিরোধী দল এবং সরকারী মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের চিহ্ন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুকে আগে থেকেই চাপ দিয়ে আসছিল।
জেপি/নি-৩/এমএইচ