ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। প্রতিবেশি রাষ্ট্রে ভূমিকম্পের প্রভাবে কেঁপেছে বাংলাদেশও। দেশের রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামেও অনুভূত হয়েছে এই ভূমিকম্পের প্রভাব।
রোববার (২ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিজোরামের এনগোপা শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।
সংস্থাটির পক্ষ থেকে ঘুর্ণিঝড়ের মাত্রা ৫ দশমিক ৫ বলা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাব বলছে, মিয়ানমারের মওলাইক শহরের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮।
মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির প্রভাব বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামেও অনুভূত হয়েছে।
এর আগে, গত বুধবার (২৯ মে) মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছিল বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হানে দুটি ভূকম্পন, আর ভারতে একটি।
জেপি/নি-২/এমএইচ