সারা বিশ্বের নিন্দা সমালোচনার মুখেই ফিলিস্তিনের গাজার বাস্তুচ্যুতদের জন্য নির্মিত তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১২ নারীসহ মোট ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে কাছে আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে এ হামলা চালায় তারা। খবর আল জাজিরা।

ফিলিস্তিনের বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুত পরিবারের একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েল বোমা বর্ষণ করে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়। তার মধ্যে ১২ জনই নারী সেই সাথে আহত হয়েছে আরও ৬৪ জন নারী।

এতে এই হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে আল মাওয়াসির ওই মানবিক এলাকায় তারা হামলা করেনি।

এর আগে রোববার রাতে রাফা শহরে বাস্তুচ্যুতদের শিবিরে হামলা চালিয়েছিল ইসরায়েল। এত কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, হত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৮১ হাজার ১৩৬ জনের।

জেপি/নি-২৯/প