হামলায় নিহত ৪৫ ফিলিস্তিনি, ‘ভুলে হয়ে গেছে’ বললেন নেতানিয়াহু

ফিলিস্তিনের রাফায় রোববার রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ৪৫ জন। এতে আহত হয়েছেন প্রায় ২০০ ফিলিস্তিনি।

সোমবার (২৭ মে) ইসরায়েলি সংসদে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই ঘটনা ভুলক্রমে ঘটে গেছে।

হামলার স্থানে সাধারণ মানুষ তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলেন। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব।

নেতানিয়াহু বলেছেন, সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে।

তার দাবি, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিন্তু ‘ভুলে’ এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

এই ঘটনা তদন্ত চলছে এবং এটি কেন ঘটল সেটি খুঁজে বের করা হবে বলে জানান নেতানিয়াহু।

উল্লেখ্য, রাফায় সব ধরনের হামলা বন্ধ করতে গত সপ্তাহে ইসরায়েলকে নির্দেশ দেয় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু তা সত্ত্বেও সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলের সেনারা।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জেপি/নি-২৮/এমএইচ