এক লাফে ৭ টাকা বাড়িয়ে ডলারের অফিসিয়াল দাম ১১০ টাকা থেকে ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনে নতুন এই দাম ঘোষণঅ করা হয়েছে।
এতে বলা হয়, , এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলঅরের দাম ছিল ১১০ টাকা।
তবে এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানিনির্ভর দেশ হওয়ায় আমাদের আমদানি খরচ বেড়ে যাবে। এতে দাম বাড়বে পণ্যের। চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর।
ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে। হঠাৎ করেই ডলারের বেশি দাম বাড়ার এমন সিদ্ধান্তে সাধারণ মানুষ চাপে পড়বেন। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। ধীরে ধীরে দাম বাড়লে হয়তো কষ্ট কিছুটা কম হবে। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে সবদিক বিবেচনায় নেওয়া।
জেপি/নি-৮/এমএইচ