মালদ্বীপের জাতীয় নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়েছে দেশটির ‘ভারত বিরোধী’ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)।

মোহাম্মদ মুইজ্জুর পিএনসি পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ আসন পাচ্ছে বলে দেশটির সংবাদমাধ্যম গুলো থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ৯৩ সদস্যবিশিষ্ট মালদ্বীপের পার্লামেন্টে অন্তত ৬৯টির মতো আসন পেতে যাচ্ছে মুইজ্জুর পিএনসি। আর প্রধান বিরোধী দল মালদ্বীপস ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি) পাচ্ছে মাত্র ১১টি আসন। বাকি আসনগুলো শরিক দলগুলো পেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত ৯৩ আসনের মধ্যে ৮৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মুইজ্জুর পিএনসি ৬৬ আসনে জয়লাভ করেছে।

এই নির্বাচনকে মালদ্বীপে ভারত ও চীনের প্রভাব বিস্তারের লড়াই হিসেবে দেখছিলেন অনেকে। তবে নির্বাচনের ফলাফল সব হিসাবের সহজ ফলাফল এনে দিয়েছে। অনেকেই বলছেন, মূলত মুইজ্জুর ‘ভারত বিরোধীতা’ ও ‘চীন-প্রীতি’-র কারণেই তার দলকে ভোট দিয়েছেন মালদ্বীপের নাগরিকেরা।

উল্লেখ্য, মুইজ্জু ক্ষমতায় আসার পর ভারতের সাথে মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয়েছিল। এমনকি, মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরানোর নির্দেশও দেন তিনি। শেষ পর্যন্ত ভারত সরকার মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে বাধ্য হয়।

জেপি/নি-২২/এমএইচ