প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ বিষয়ে জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিশোর গ্যাং মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছন। এ ক্ষেত্রে সবাইকে ইনভল্ব হতে বলেছেন। প্রথাগত সেভাবে অপরাধীদের হ্যান্ডের করি তাদের ক্ষেত্রে একটু বিশেষ দৃষ্টিভঙ্গি দিতে হবে। তারা একিটি অপরাধে জড়িত হলে তাদের যেন দীর্ঘমেয়াদে অপরাধী না বানিয়ে ফেলি। তাদের সংশোধনের জন্য যেন সুযোগ রাখা হয়। তাদের যদি জেলখানায় রাখা হয় অন্য আসামিদের সাথে তাদের না রাখা হয়।এ বিষয়ে প্রকল্প নেওয়া জন্য সমাজকল্যণ মন্ত্রণালয়কে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশে তিনটি সংশোধনাগার আছে, এর সংখ্যা প্রধানমন্ত্রী বাড়াতে বলেছেন। আরও সুযোগ সুবিধা তৈরি করতে বলেছেন। তারা যেন সংশোধন হতে পারে এবং সমাজ রাষ্ট্রের প্রতি তাদের যে ভূমিকা তা পালন করতে পারে।
জেপি/নি-৮/প