পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ৮ লাখ কোটি টাকা হবে।
মঙ্গলবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাজেট ২০২৪-২৫: মূল চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমি বিশ্বাস করি এবারের বাজেট জনগণের বাজেট। আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমরা এক লাখ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করেছি। এবার আমরা ৮ লাখ কোটি টাকার বাজেট করব।
তিনি আরও বলেন, কিছু কিছু জায়গায় হয়ত আমাদের সীমাবদ্ধতা আছে। এর সাথে আমাদের অর্জনগুলোকে বিবেচনা করতে হবে। আমাদের জীবনযাত্রার মান বেড়েছে। আমাদের মানুষের চাহিদা বেড়েছে। এক সময় মানুষ ভাত কাপড়ের দাবি করত কিন্তু এখন মানুষ তা করে না। মানুষ এখন সুন্দর লাইভলিহুডের দাবি করে।
তিনি আরও বলেন, বাজেট শুধু কোনো সংখ্যা নয় অংক নয়। বাজেট শুধু কোন আয় ব্যয়ের হিসাব নয়। বাজেট প্রণীত হয় কয়েকটি বিষয় নিয়ে। একটি সরকারে রাজনৈতিক অভিলাষ, রাজনৈতিক অঙ্গীকার ও মানুষের প্রতি সরকারের যে দায়বন্ধতা তার ওপর নির্ভর করে বাজেট।
জেপি/নি-২/প