প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে পেরেছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার ৫৩ তম বার্ষিকীতে আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই। আমরা দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে সক্ষম  হয়েছি। তিনি আরও বলেন, এটা কোনো অসার বাগাড়ম্বর দাবি নয়। বাংলাদেশ আজ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমার প্রমাণ করেছি রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়েও একটি দেশ এগিয়ে নেওয়া যায়।

আজ সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অস্ত্রের মুখে সামরিক শাসকেরা রাষ্ট্রক্ষমতা দখল করে। জনগণের মৌলিক অধিকার হরণ করে কামেয় করে একনায়কতন্ত্র। স্থবির হয়ে পড়ে দেশ পুনর্গঠনের কার্যক্রম।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে জনবান্ধব নীতি গ্রহণ করা শুরু করে। ১৯৯৬-২০০১ মেয়াদে কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং ভূমিহীন, দুঃস্থ মানুষের  জন্য বয়স্ক ভাতা দুঃস্থ মহিলা ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আশ্রয়হীদের জন্য আশ্রয়ণ প্রকল্প, আমার বাড়ি আমার খামারসহ  বিভিন্ন সরকারি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ব্যবস্থা করি। প্রথম সাধারণ মানুষ বুঝতে পারে তাদের ও সরকারি সেবা পাওয়ার অধিকার আছে।

জেপি/নি-২৫/প