অগ্নিকাণ্ডের সারা বছরই ঘটতে পারে , বর্তমানে বাংলাদেশে কিছু দিন পরপরই অগ্নিকাণ্ড লেগেই আছে। অগ্নিকাণ্ডে জান মালের ব্যাপক ক্ষতি হয়। রান্নাঘরের চুলা শোবার ঘরের কয়েল বা বড় ফ্যাক্টরির গ্যাসের লিকেজ অথবা শর্টসার্টিক থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
চলুন জেনে নেই দুর্ঘটনা এড়াতে যে-সব সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
- লক্ষ্য করুন, রান্না ঘরে গ্যাসেরও চুলা অপ্রয়োজনে কখনোই জ্বালিয়ে রাখবেন না।
- চুলার ওপরে কাপড় শুকাতে দেবেন না।
- বাসা থেকে বের হওয়ার সময় একবার রান্নাঘরে ঘুরে আসুন, চুলাটা চেক করুন।
- রান্নাঘরে একটি জানালা সব সময় খোলা রাখুন মশার হাত থেকে রক্ষা পেতে অনেকেই কয়েল ব্যবহার করেন, এটি আমাদের শরীরের জন্য যেমন খারাপ, তেমনি ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ডও।
- কয়েলের পরিবর্তে মশারি ব্যবহার করুন।
- গ্যাসের লাইনে লিকেজ থাকলে অবহেলা করবেন না, আগে মেকানিক ডেকে সারিয়ে তারপর কাজ করুন নিয়মিত বিদ্যুৎ ও গ্যাসের লাইন ঠিক আছে কিনা চেক করিয়ে নিন শিশুদের চুলার কাছে যেতে দেবেন না।
- কোনো ধরনের অগ্নিকাণ্ড হলে প্রথমে সব বিদ্যুতের মেইন সুইচ বন্ধু করে দিন দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
উল্লেখ্য, যেকোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসে যোগাযোগ করুন।
জেপি/নি-২৪/প