ত্বকে যখন বয়সের ছাপ পড়তে থাকে, এদিকে নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার ৩০ পেরোতেই ত্বকে স্পষ্ট হয় ওঠে, বলিরেখা ও চোখের চারপাশের ত্বকও কুঁচকে যেতে থাকে। এই সময় মন খারাপ না করে নিজের যত্ন নিন প্রাকৃতিত পণ্য দিয়ে। ল্যাভেন্ডার ফুল থেকে তৈরি করা তেল এ ক্ষেত্রে ভালো কজ করে।

ত্বকে চন্দন ও ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে  সিরাম তৈরি করে ব্যবহার করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো ভাবে ধুয়ে টোনার লাগিয়ে রাখুন।

নিয়মিত এই সিরাম ব্যবহার করলে যে ফল পাবেন তা হলো:

১.ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

২.ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা বজায় থাকে।

৩.তারুণ্য ধরে রাখতে বয়সের ছাপ পড়তে দেয় না।

৪. চেহারা থেকে সব ধরনের দাগ দুর করে।

৫.সারাদিন মানসিক ভাবে চাঙাও থাকবেন।

উল্লেখ্য, আপনি যদি ঘরে না বানিয়ে কেনা সিরাম ওপর ওরসা করতে চান তাহলে ব্যবহার করার আগে ত্বকে ধরন বুঝে সিরাম ব্যবহার করবেন।

জেপি/নি-৩/প