গাজায় যা চলছে, আমি মনে করি এটি গণহত্যা। এর বিরোধিতা করতে হবে। এ ধরনের গণহত্যাকে আমি কখনও সমর্থন করি না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার জার্মানির মিউনিখে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এসব কথা বলেন তিনি। মিউনিখে সিকিউরিটি কনফারেন্স ২০২৪ যোগ দিতে দেশটিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, গণহত্যা এ0ই আগ্রাসন এবং যুদ্ধ থমানোর প্রয়োজন। তাদের বাঁচার অধিকার আছে। আমি বিশ্বের সবাইকে ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ জনগণকে সহায়তা করার আহ্বান জানাই।
শেখ হাসিনা বলেন, এটি স্পষ্ট যে ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব রাষ্ট্র পাওয়ার অধিকার রাখে। ১৯৬৭ সালে জাতিসংঘের দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিনের জন্য একটি রাষ্ট্র গঠন করা প্রয়োজন।
জেপি/নি-১৮/প