দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হচ্ছে। আগামী (৩০ জানুয়ারি) মঙ্গলবার ওই দিন বিকেলে শুরু হবে অধিবেশন। দেশের সংবিধান অনুযায়ী ওই দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা গত ১০ জানুয়ারি শপথ নেন। আইন অনুযায়ী ৩০ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসার সুযোগ ছিল না। কারণ ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ হচ্ছে ২৯ জানুয়ারি।
জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করেছেন শিরিন শারমিন চৌধুরী ও শামসুল হক টুকুকে। তাই সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে আওয়ামী লীগ মনোনীতরাই বিজয়ী হবেন।
জেপি/পি-১৫/প