১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস  রক্তক্ষয়ই যুদ্ধের পর অর্জন হয় স্বাধীনতা। তারপরের বছর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাঙালি স্বাধীনতা ও মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে এই বিজয়ের পূর্ণতা আসে ।

এর আগে ২৫ শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে বাঙালিদের উপর নিধনযজ্ঞের নীল নকশা  'অপারেশন সার্চলাইট' এর নামে লাখ লাখ নিরীহ জনগণের ওপর গণহত্যা চালায়। এর প্রেক্ষাপটে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে।

স্বাধীনতা ঘোষণা করার পর পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের একটি কারাগারে রাখা হয়।

এদিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ  অর্জন করে সেই মহান বিজয়। স্বাধীনতা লাভের পর নতুন রাষ্ট্র বাংলাদেশ বিশ্ববাসীর কাছে তার নেতা কে নিঃস্বার্থ মুক্তির দাবি জানালে বিশ্ব নেতারাও তার মুক্তির দাবিতে সোচ্চার হন। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে।

জাতির পিতা কারাগার থেকে মুক্ত হন ১৯৭২ সালের ৭ জানুয়ারি রাতে, যা ইংরেজি তারিখ হিসেবে ৮ জানুয়ারি। এদিন বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেনকে নিয়ে বিমানে ফেলে দেওয়া হয়। সকাল সাড়ে ছয়টার দিকে তারা পৌঁছায় লন্ডনের হিথরো ও বিমানবন্দরে।

পরদিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা শুরু করেন বঙ্গবন্ধু। ১০ জানুয়ারি সকালে নামেন ভারতের রাজধানী দিল্লিতে। ১০ জানুয়ারি দুপুর ১টা ৪১ মিনিটে তিনি ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান। তার আগমনে আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স  ময়দান পর্যন্ত পথে পথে বঙ্গবন্ধুকে  স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। দেশে ফিরে বিকে একই দিনে বিকেল পাঁচটায় ১০ লাখ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু ভাষণ দেন।

উল্লেখ্য, আজকের এই দিনটি ঘিরে আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগে দলীয় কর্মসূচিতে রয়েছ, আজ সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সাদে ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতি ও বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে দলের কেন্দ্রীয় প্রতিনিধি দলের এ নিবেদন এবং দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা। জনসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেপি/নি-১০/প