আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁওয়ে আ.লীগের কার্যালয়ে এ সভা শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা চলছে।
এ বিষয়ে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ বলেছেন, আজ বৈঠকের প্রথম দিনে রাজশাহী,খুলনা ও রংপুর বিভাগের আসনগুলো মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করেছে ৩৩৬২টি। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩০ নভেম্বর ।
জেপি/নি-২৩/প