দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেছে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজকে গণতন্ত্রের নামে আন্দোলন করছে। সে আন্দোলনের ব্যর্থতার একপর্যায়ে তারা অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তারা এখন আগুন দিয়ে বাস পড়ানোর মতো সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।

কাদের আরও বলেন, আন্দোলনের ব্যর্থতাকে তারা চোড়াগোপ্তার দিকে নিয়ে গেছে। চোরাগোপ্তা আন্দোলন চালিয়ে তারা শেখ হাসিনাকে হঠাতে চায় - এটাই হচ্ছে বিএনপির আন্দোলনের প্রধান লক্ষ্য।

আজকের দিনে ১৯৮৭ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছিল যুবলীগ নেতা নূর হোসেন।

গুলিস্তানের জিরো পয়েন্টের শহীদ নূর হোসেন স্কয়ারে ওবায়দুল কাদের শ্রদ্ধা জানানোর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জেপি/নি-১০/প