ইলন মাক্স টুইটার কেনার পর থেকেই একের পর এক আলোচিত সমালোচিত সিদ্ধান্ত নিয়ে ব্যবহারকারীদের চমকে দিয়েছে। টুইটারের নাম পরিবর্তন করে তিনি দিয়েছেন এক্স। এমনকি অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর মত অডিও-ভিডিও কল করার সুবিধা এনেছে এটি।

কিন্তু এই মুহূর্তে শুধু প্রিমিয়াম ব্যবহারকারীরাই এই ফিচারটি ব্যবহার করতে পারবে। খুব শীঘ্রই এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে নিয়ে আসার পরিকল্পনা করছে এক্স।

এক্ষেত্রে ব্যবহারকারী ডাইরেক্ট মেসেজিং সেটিং পরিবর্তন করে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন কে তাকে কল করতে পারে। কিন্তু এ ক্ষেত্রে একটা নিয়ম আছে কল করার জন্য উভয় ব্যক্তিকে অন্তত একবার একে অপরকে সরাসরি বার্তা পাঠাতে হবে।

এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে এক্সে অডিও-ভিডিও কলে কথা বলবেন:

প্রথমে ডিরেক্ট মেসেজ অপশনে যেতে হবে। এরই এমন একটি চ্যাট বেছে নিতে হবে বা নতুন ভাবে শুরু করতে হবে। এরপর ফোন আইকনে ক্লিক করতে হবে।এরপর অডিও ভিডিও কলের মধ্যে যেকোনো একটি ক্লিক করতে হবে।এক্ষেত্রে যাকে কল করা হবে তিনি একটি নোটিফিকেশন পাবেন যদি উত্তর না দেন তাহলে সেই বিষয়ে একটি নোটিফিকেশন পাঠানো হবে।

জেপি/নি-৩০/প্লাবন