আইফোন অনেকের কাছেই বহুল আকাঙ্খিত একটি ফোন। কিন্তু আইফোন ব্যবহার করতে গেলে সাবাই প্রথমে যে অসুবিধার সম্মুখীন হয় তা হল চার্জ বেশি সময় থাকে না। কিন্তু আইফ্নে তাদের ১৫ সিরিজে চার্জ ব্যাকাপ অনেক অপডেট করেছে। এরপরও অনেকেই জানে না কি ভাবে আইফোন দ্রুত সময়ের মধ্যে ফুল চার্জ করতে হয়।

আজ চলুন জেনে নেই কিছু কৌশল:

  • আইফোন দ্রুত চার্জ করতে চাইলে অ্যাপেলের নির্ধারিত চার্জার ব্যবহার করতে হবে। এত করে আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
  • ফাস্ট চার্জিংয়ের জন্য অ্যাপলের ১৮,২৯,৩০,৬১ ও ৮৭ ওয়াটের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন।
  • চার্জ করার সময় ইন্টারনেট বন্ধ রাখুন। এত করে দ্রুত চার্জ হবে।
  • আইফোন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে সাধারণ পাওয়ার ব্যাংক ব্যবহার না করে টু-পোর্ট আউটপুট যুক্ত পাওয়ার ব্যাংক ব্যবহার করুন। এতে করে দ্রুত চার্জ উঠবে।

জেপি/নি-২৬/প্লাবন