জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত সিনেমা, মুজিব: একটি জাতির রূপকার। সিনেমাটি আজ শনিবার রাজধানীর একটি সিনেপ্লেক্সে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপভোগ করেছেন। বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম দেখে তারা মুগ্ধ।
জানা গেছে, শনিবার (২১অক্টোবর) মহাখালীর একটি সিনেপ্লেক্সে। সিনেমাটি দেখতে গেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তাদের সাথে এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বও।
গত শুক্রবার পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেছিলেন, ‘
আমি বাচ্চাদের নিয়ে এসেছি। কারণ মুখে বলে ইতিহাস জানানো যায় কিন্তু সেটা যদি ছবিতে দেখানো হয়, তখন হৃদয়ে গেঁথে যায়। এ জন্যই নতুন প্রজন্মের সবার সিনেমাটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি। '
জেপি/নি-২১/প্লাবন