প্রতিবেদক, শিবালয়:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রায় ৪৬২ একর জমিতে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ৩০ জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় তৃতীয়বারের মত আসেন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পরে প্রতিনিধি দলের সদস্যরা শিবালয়ের পাটুরিয়ায় পদ্মাপাড়ে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জায়গাও পরিদর্শন করেন।
প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে বিনিয়োগ ও শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্পনসর করার বিষয়ে জাপানি প্রতিনিধি দলের সদস্যরা জানান, তাদের দুটো স্থানই পছন্দ হয়েছে। এর আগেও তারা দুই বার এসে স্থান দুটি ঘুরে দেখেছেন।
পরিদর্শন শেষে জাপানি দলের প্রতিনিধি জানান, আগামী অর্থ বছরে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেমিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে। এই স্টেমিয়ামের নির্মাণ কাজ করতে পেরে জাপানিরা গর্ববোধ করবেন।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জাপানি প্রতিনিধি দলের সদস্য সূত্যেমু সাসাগাওয়া, হায়শি নবুয়া, জাপানের বাংলাদেশি প্রবাসী শরিফ নেওয়াজ প্রমুখ।
জেপি/নি-১৯/এমএইচ