আর অল্প কিছুদিনের মধ্যে বাজারে আসছে অপোর দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন । ফোনটির নাম অপো ফাইন্ড এন৩ ফিলিপ। আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে ঝড় তুলেছে ফোনটি। কারণ অপো এতে দিচ্ছে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার্স।

ফোনটির ডিসপ্লেতে থাকছে ৬.৮ ইঞ্চির এফএইডি+অ্যামোলেড প্যানেল। আরও থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেট। যার রেজোলিউশন ১০৮০ x ২৫২০ পিক্সেল। আর এই ফোনটিতে থাকছে ৩.২৬ ইঞ্চির প্যানেল। সেখানে রেজোলিউশন থাকছে ৩৮২ x ৭২০ পিক্সেল।

ফোনটিতে থাকছে মিডিয়াটেকের প্রসেসর ডাইমেনসিটি ৯২০০। সর্বোচ্চ র‌্যাম দেওয়া হয়েছে ১২ জিবি। ফোনটিতে আরও থাকছে ২৫৬ ও ৫১২ জিবির স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৩.২।

এর পেছনে থাকছে তিনটি ক্যামেরার সেটআপ। মূল ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেল এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেলফির জন্য ফোনটি দিচ্ছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য থাকছে ফোনের সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটির ৪৩০০ এমএএইচ ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে ৪৪ ওয়াটের সুপারভকটিম ফাস্ট চার্জার।

১২ অক্টোবর ফোনটি ভারতের বাজারে লঞ্চ হবে।

জেপি/নি-৯/প্লাবন