অনেক সময় দেখা যায় আমরা বাসায় বা অফিসে যে ওয়াই-ফাই ব্যবহার করি তা ক্রমশ ধীর হয়ে যাচ্ছে। কোনো কিছু ডাউনলোড করতে গেলে স্পিড ধীর হয়ে যাচ্ছে। এমন সমস্যা প্রতিনিয়ত হলে বুঝতে হবে আপনার ওয়াই-ফাই হ্যাক হয়েছে। অর্থাৎ কেউ লুকিয়ে লুকিয়ে আপনার ওয়াই-ফাই ব্যবহার করতে পারছে। এ ক্ষেত্রে কত গুলো ডিভাইস আপনার ওয়াই-ফাইয়ে কানেক্ট রয়েছে। সেটি আগে দেখা প্রয়োজন। অপরিচিত ডিভাইসগুলোকে সরিয়ে ফেলতে হবে।

এর জন্য আপনার রাউটার লগইন করুন। তাতে এটি সহজে চেক করতে পারবেন। ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করে ব্যবহারকারীর নাম বের করতে যে কোন ব্রাউজারে আপনার আইপি ঠিকানা খুলুন এবং লগইন করুন। এরপর আপনি দেখতে পাবেন কত গুলো  ডিভাইস কানেক্ট করা আছে। এরপর আপনি চাইলেই সে সব অপরিচিত ডিভাইস গুলোকে সরিয়ে ফেলতে পারেন।

জেপি/নি-১/প্লাবন