জ. ই. আকাশ : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন,‘আমার নির্বাচনী এলাকায় শত শত কোটি টাকা ব্যয়ে নদী ভাঙ্গন রোধে বেরিবাঁধ নির্মাণের কাজ করেছি। ছোট বড় অসংখ্য ব্রীজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে তা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, "করোনা মহামারী, যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাতেও বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনাই শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না, যেখানে একাধিক ভবন নির্মাণ করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম, যা এ সরকারের আমলেই হয়েছে।
সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে মমতাজ বেগম আরোও বলেন, "শেখ হাসিনা আমাদের অনেক দিয়েছেন। এবার আমাদের দেওয়ার পালা। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও প্রধানমন্ত্রী বানাব, ইনশাআল্লাহ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আব্বাস উদ্দিন, আতোয়ার রহমান, আঃ কুদ্দুস শেখ,খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, আরিফুর রহমান, কামরুজ্জামান টিপু প্রমুখ।
এছাড়াও সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক, অভিভাবক, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

জেপি/নি-২৯/ডেস্ক/বিএম।