বর্তমানে গুগলের ইউটিউব অনেক জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং অ্যাপ। শুধু বিনোদন নয়, মানুষের আয়ের অন্যতম একটি বড় উৎস এটি। এই অ্যাপ ব্যবহার করে অনেকেই মাসে এখন লাখ লাখ টাকা আয় করছে। কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে বসলেই আমাদের যে সমস্যা বা বাঁধার সম্মুখীন হতে হয় তা হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনের কারণে আমরা অনেকেই শান্তিু মতো ভিডিও উপভোগ করতে পারি না ।
আজ চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে পারবেন:
- ইউটিউব বিজ্ঞাপন গুলো ব্লক করার জন্য একটি কার্যকর উপায় হলো অ্যাড ব্লকার অ্যাপ ব্যবহার করা।
- ইউটিউব বিজ্ঞাপন না দেখতে চাইলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারকরা। নিউপিপি হলো এমন একটি থার্ড পার্টি অ্যাপ। এ অ্যাপে ইউটিউব ব্যবহার করলে বিজ্ঞাপন দেখা যায় না।
- ভিপিএন পরিষেবা গুলো নিজেদের কম্পিউটার এবং দূরবর্তী সার্ভারের মধ্যে একটি এনক্রিপ্টেড টানেল তৈরি করে। এটিও বিজ্ঞাপন ব্লক করে।
- কোন ঝামেলা ছাড়াই কেউ যদিইউটিউব বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে চান তার জন্য বেস্ট অপশন হলো ইউটিউব প্রিমিয়ামব্যবহার করা। অবশ্য এর জন্য আপনাকে মূল্য দিতে হবে।
জেপি/নি-২৮/প্লাবন