বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আজ (২৭ সেপ্টেম্বর) এই জনপ্রিয় সার্চ ইঞ্জিনের ২৫ তম জন্মদিন। ১৯৯৮ সালে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করে গুগল।

তবে শুরুরদিকে এখনকার মতো ছিল না গুগল। নানা কঠিন পরিক্ষায় পর আজকের অবস্থানে এসেছে প্রতিষ্ঠানটি। ২০০১ সালে গুগলে যুক্ত হয় ‘গুগল ইমেজ।’ সেই বছরই চালু হয় ‘ডিড ইউ মিন’ ফিচার। ২০০৬ সালে চালু হয় ‘গুগল ট্রান্সলেট’।  ২০০৮ সালে গুগলের মোবাইল অ্যাপ চালু করে আইফোন। এরপর অটোকমপ্লিট, মাই লোকেশন-এর মতো ফিচারের সাথে আসে গুগল ভয়েজ। ২০১৭ সালে গুগল নিয়ে আসে ‘গুগল লেন্স’। ২০২০ সালে আসে হ্যামের মতো ফিচার। চলতি বছরই গুগল লঞ্চ করে কৃত্রিম মেধা ভিত্তিক গুগল বার্ড। সামনে আসছে গুগলের জিমিনি।

বর্তমানে এই্ টেক জায়ান্টের সিইওর দায়িত্বে আছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক সুন্দর পিচাই।

জেপি/নি-২৭/প্লাবন