সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ফেসবুক। এটি বর্তমানে অনেকের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। জন্মের পর থেকেই ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন সব ফিচার নিয়ে আসছে ফেসবুক। এবার নতুন আরও একটি ফিচার আনলো তারা। ফিচারটি হলো একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহার করা যাবে। খবর-ইন্ডিয়া টুডের।
মেটার বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, এক অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা ৪টি প্রোফাইল ব্যবহার বরা যাবে। ব্যবহারকারীরা এক অ্যাকাউন্ট থেকেই প্রফেশনাল প্রোফাইল ও ব্যাক্তিগত প্রোফাইল তৈরী করতে পারবেন।
ব্যবহারকারীরা প্রত্যেকটি প্রোফাইলের জন্য আলাদা আলাদা ইউজার নেম বেছে নিতে হবে। তবে এসব প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবে না ব্যবহারকারীরা। যেমন ডেটিং, প্রোফেশনাল মোড, মেসেঞ্জার, পেমেন্ট ইত্যাদি। তবে মেটা জানিয়েছে খুব তাড়াতাড়িই এ সব সুবিধাও আসছে।
জেপি/নি-২৩/প্লাবন