টুইটার কেনার পর থেকেই একের পর এক বিতর্কিত ঘোষণা ও সিন্ধান্তের জন্য বার বার খবরের শিরোনাম হয়েছেন ইলন মাস্ক ।আবারও সেই রকম আরও একটি ঘোঘণা দিয়েছেন তিনি। এবার তিনি ঘোষণা দিলেন টুইটার (এক্স) আর বিনামূল্যে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন না ।

ইলন মাস্কের ঘোষণা অনুযায়ী, এবার থেকে টুইটার ব্যবহার করতে ব্যবহারকরীদের সামান্য কিছু টাকা খরচ করতে হবে। টুইটারে এমন পেইড সার্ভিস নিয়ে আসার কারণ হলো টুইটার থেকে বট ও ভুয়া অ্যাকাউন্ট চিরতরে সরিয়ে দিতে চাইছে মাস্ক।

তার টুইটারের মোট ব্যবহারকারীর সংখ্যা ৫৫০ মিলিয়ন। প্রতিদিন ১০০-২০০ মিলিয়ন পোষ্ট করেন। মাস্ক বিষয়টা স্পষ্ট করে জানিয়েছে যে, টুটারের এত বিরাট সংখ্যার মধ্যে সত্যিকারের কত জন আছে আর কত জন বট আছে সেই পরিসংখ্যান পরিষ্কার করেননি তিনি।

মূলত বট ও ভুয়া অ্যাকাউন্টগলো আলাদা করেতে চাইছেন তিনি। এছাড়া এখন টুইটারে ব্লু ব্যাজ পেতেও টাকা খরচ করতে হয় ব্যবহারকারীদের।

জেপি/নি-১৯/প্লাবন