বর্তমান বিশ্বের স্মারর্টফোনের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে বিভিন্ন প্রকার অ্যাপের ব্যবহার।

আজ চলুন জেনে নেওয়া যাক কোন অ্যাপ সারা বিশ্বে বেশি ব্যবহার করা হয়-

  • সারা বিশ্বে যদি কোন অ্যাপ সব থেকে বেশি ব্যবহার করা হয় তবে চোখ বন্ধ করে যে অ্যাপের নাম সবার আগে আসবে সেটা হলো ফেসবুক। ২০২৩ সালে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা দাড়িয়েছে ৩.০৩ বিলিয়ন।
  • ফেসবুকের যে অ্যাপটির নাম আসবে সেটি হলো হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপি এর ব্যবহারকারী আছে ২.৭ বিলিয়ন।
  • মেটা গোত্র থেকে এবার বেড়িয়ে ৩য় স্থানে যে অ্যাপটির নাম আছে সেটা হল গুগোলের ইউটিউব। এর ব্যবহারকারী সংখ্যাও ২.৭ বিলিয়ন। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
  • বেশ অনেক দিন ধরেই জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে টিকটকের । নানা নিষেধাজ্ঞার পরও এর ব্যবহারকারী কোটিতে।
  • ইনস্টাগ্রামের জনপ্রিয় দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। ইউটিউব ফেসবুকের মতো এখানে রিল আপলোড করে ব্যবহারকারী অনেক টাকা আয় করতে পারছে।
  • হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জারও অনেক জনপ্রিয়। এতে আছে হোয়াটসঅ্যাপের মতো অডিও কল ও ভিডিও কলের সুবিধা।

জেপি/নি-১৭/প্লাবন


জেপি নিউজে জনপ্রিয়