জ. ই. আকাশ (হরিরামপুর ):

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, আমি বিশ্বাস করি, আমার মৃত্যুর পর আমার কাজের কথাই মানুষ মনে রাখবে। আমি এমপি নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আমার রাজনীতির লক্ষই হলো মানুষের সেবা করা। তাই যতদিন বাঁচবো, মানুষের সেবা করে যাব।"

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুরে ডাঃ আলী জিলকত আহমেদের স্মরণ সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে মমতাজ বেগম আরও বলেন, "আমি যখন এমপি ছিলাম না, তখন গান গেয়ে টাকা উপার্জন করে যতটুকু পেরেছি মানুষের সেবা করার চেষ্টা করেছি। জননেত্রী শেখ হাসিনা আমার সততা ও আদর্শ দেখে আমাকে ৩ বার জাতীয় সংসদে যাবার সুযোগ করে দিয়েছেন। আর সেই জন্যই সংসদে আমার এলাকার জনগণের কথা বলার সুযোগ পেয়েছি। আমার ওপর আমার নেত্রী, আমার অভিভাবক, শেখ হাসিনার আস্থা ও বিশ্বাস যতদিন থাকবে, ততদিন সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবা করবো। আমার নেত্রী যদি মনে করেন, এ আসনে অন্য কাউকে নৌকার মনোনয়ন দেওয়ার দরকার, তাহলে আমরা সবাই ঐক্যব্ধ হয়ে নৌকাকে বিজয় করতে এক সঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।"

তালেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাউসার আহম্মদের সঞ্চালনায় স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার আহমেদ ও মনিরুজ্জামান হিরো, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।

জেপি/নি-১৪/এসএম