স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঘাটতি মেটাতে ভারত থেকে আমাদানি করা হচ্ছে সাত লক্ষ প্যাকেট স্যালাইন।দু’একদিনের মধ্যে সাড়ে তিন লক্ষ প্যাকেট স্যালাইন দেশে পৌছবে। বাকি সাড়ে তিন লক্ষ আসবে দ্বিতীয় ধাপে।

শনিবার(৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শুধু ডেঙ্গুর প্রাদুর্ভারের সময় নয়, মশা নিধনে বছরব্যাপী কর্মসূচি নিতে হবে।এজন্য সিটি কর্পোরেশন ও পৌরসভা গুলোকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন, মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না। কমবে না মৃত্যুও। এজন্য সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও স্পে এবং ময়রা পরিস্কার করতে হবে।তিনি  করোনার মতো ডেঙ্গু মেকাবেলাতেও সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী কর্নেল মালেক মেডিকেল কলেজের ‘কলেজ ডে’ অনুষ্ঠানে যোগ দেন।

কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন। বিএনপি জামায়েতের রাজনীতি হচ্ছে সন্ত্রাস আর গ্রেনেট হামলা করা। তারা মানুষের উন্নয়ন চায় না তারা মানুষকে পুড়িয়ে মারে। তারা দেশের স্বাধীনতাও চায়নি। বিএনপি অপ্রচার ও মিথ্যা কথার রাজনীতি করে। তাদের কাজই হলে মিথ্যাকে সামনে এনে মানুষকে বিভ্রান্তি করা।

সামনে জাতীয় নির্বাচন দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিবেন। তারা আরা বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনতে চায় না। কারণ বিএনপি এখন হচ্ছে নেতা বিহীন একটি দল। নেতা বিহীন দল  আর চালক ছাড়া গাড়ী একই কথা। ওই চালক ছাড়া গাড়ীতে মানুষ চড়তে চায় না।

 এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আরশ্বাদ উল্লাহ , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার , শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন ।