আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন তাদের কাছে খুব পরিচিত একটি অ্যাপ হচ্ছে ওয়ার্ডপ্যাড। কিন্তু মাইক্রোসফট তাদের উইন্ডোজে এই অ্যাপটি আর রাখবে না ।

যত দিন যাচ্ছে, একইসাথে প্রতিনিয়ত টেক দুনিয়া উন্নত হচ্ছে। নতুন নতুন অ্যাপ যুক্ত হচ্ছে  সেই সাথে কিছু কিছু অ্যাপ হারিয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্যাডও তার মধ্যে একটি। ২৮ বছর ধরে ওয়ার্ডপ্যাড  মাইক্রোসফটের প্রায় অবিচ্ছেদ্য হয়ে ছিল। কিন্তু এবার থেকে আর দেখা যাবে না এই অ্যাপটি। কিন্তু কবে এটি সরিয়ে দেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

জানা গেছে, ওয়ার্ডপ্যাড ব্যবহার আগের চেয়ে অনেক কমে গেছে। এর জায়গায় নতুন একটি আপডেট আনবে প্রতিষ্ঠানটি। বর্তমানে ওয়ার্ডপ্যাডের জায়গা দখল করেছে মাইক্রোসফট ওয়ার্ড।

জেপি/নি-৭/প্লাবন