ভূমিহীন ও গৃহহীনদের মাঝে উপহারের ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবার গুলোর মাঝে এই ঘরগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এই সেমি পাকা বাড়ি গুলো উপহার হিসেবে গৃহহীনদের মাঝে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আরও ১২ জেলাকে গৃহহীন ও ভূমিহীন-মুক্ত ঘোষণা করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুলনা, পাবনা ও নোয়াখালীতে তিনটি প্রকল্পের আওতায় ২২ হাজার ১০১টি পরিবারের হাতে জমির দলিল তুলে দেন। এরই মধ্য দিয়ে ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন তিনি। এ সময় উপকারভোগীদের সাথে কথাও বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, মুজিববর্ষ থেকে এখন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর পেয়েছে। এর আগে ২০২৩ সালের ২২ মার্চ আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ রধাপের আওতায় প্রথম পর্যায়ে  ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সুবিধাভোগীর মোট সংখ্যা দাঁড়ালো ২,৩৮,৮৫১ জনে।

জেপি/নি-৯/এমএইচ