লঙ্কান প্রিমিয়ার লিগে হৃদয়কাড়া ব্যাটিং করেছে বাংলাদেশের তাওহিদ হৃদয়। ম্যাচের টস হেরে ব্যাটিংয়ে যায় জাফনা কিংস । তবে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। এর পরপরই দলের হাল ধরেন তাওহিদ। তার ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে কলম্বো মেন্ডিসের বোলাররা।

শুরু থেকেই অসাধারন ব্যাটিং করেন তাওহিদ। হাফ সেঞ্চুরি করেন ৩৭ বলে। ৩৯ বলে ৫৪ রান করে আউট হন তিনি। তার ব্যাটের উপর ভর করে জাফনা কিংসের রান দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৭৩।

১৭৪ রনের লক্ষে জবাব দিতে নেমে ১৫২ রানেই অলআউট হয়ে যায় কলম্বো মেন্ডিসরা। ২১ রানের জয় তুলে নেয় জাফনা কিংস।

এ পর্য়ন্ত সব ঠিক ছিল। তবে ম্যাচ সেরার তকমা উঠলো না তাওহিদ হৃদয়ের হাতে। ম্যাচ সেরার পুরষ্কার পেল লঙ্কান ক্রিকেটার বিজয়াকান্ত বিয়াসকান্ত-এর হাতে। বল হাতে তিনি ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। তার এই দুই উইকেট দলের জন্য অতটাও গুরুত্বপূর্ন ছিল না । কিন্তু দলকে এত রান যে পাইয়ে দিল তাকে ম্যাচ সেরার পুরষ্কার দেওয়া হল না । দেওয়া হল স্থানীয় লঙ্কান ক্রিকেটার কে। অথচ তার ব্যাটের উপর ভর দিয়েই ১৭৩ রানে পৌছেছিল জাফনা কিংস।

জেপি/নি-৩১/প্লাবন