ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কারণ এবার ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে এক নতুন বাংলাদেশের। যেখানে দলও নতুন নেতাও নতুন। অ্যান্টিসার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায়।
এবারের সিরিজের সাকিব ও মুশফিক টেস্টের সঙ্গে যুক্ত থাকলেও রাজনৈতিক নানা ধরনের দলে অনিশ্চিত সাকিব। এদিকে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই মুশফিকুর রহিমও। এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই বোলিং করতে গিয়ে ইনজুরির শিকার হয়ে টেস্ট ক্যারিয়ার শেষ হয় ছিল মাশরাফির। অন্যদিকে ২০২১ সালেই শেষ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ার। ২০২৩ সালের এপ্রিল থেকে টেস্ট খেলছেন না তামিম ইকবালও।
১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো এই টেস্টে টাইগাররা নামবে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া। দলের নেতৃত্বেও থাকছে নতুনত্ব। নাজমুল হোসেন শান্ত চোটের কারণে বাইরে থাকায় মেহেদী হাসান দলের দায়িত্ব।
সব মিলিয়ে পঞ্চ পাণ্ডবকে ছাড়া খেলতে নেমে কেমন করে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ, সেটাই দেখার বিষয়।
জেপি/নি-২২/প