বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে হতাশাজন পারফরম্যান্সে বছর শেষ করেছে ব্রাজিল। একই দিনে তারা উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে  ম্যাচটি ড্র করেছে।

আর্জেন্টিনার ম্যাচে  একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৫৫ মিনিটে মেসির ক্রস থেকে হাফ ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় নিয়েই বছর শেষ করল আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচে এই জয়ে মাধ্যমে আত্মবিশ্বসা বাড়িয়েছে।

একই দিন মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৮ তম অ্যাসিস্ট করেন। যা তাকে ল্যান্ডন ডোনোভানের সঙ্গে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকা নিয়ে এসেছে।

অন্যদিকে বছর শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ১-১ গোলে ড্র করে বছর শেষ করেছে ব্রাজিল। প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। তবে ৬২ মিনিটে গারসনের গোলে সমতা ফেরায় ব্রাজিল। পরে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ব্রাজিলের ফরোয়ার্ডরা। অবশেষে ১-১ গোলে ড্র করেই বছর শেষ করে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উরুগুয়ের বিপক্ষে এই জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।  অন্যদিকে বছরের শেষ ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে।

জেপি/নি-২০/প