বড় বাচা বেঁচে গেল বার্সেলোনা। কারণ রেফারিকে অন্যায়ভাবে টাকা দেওয়ার অভিযোগে তাদের  চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে উয়েফা এথন তাদের তদন্ত কার্যক্রম আপাতত  স্থগিত করেছে। তাই চ্যাম্পিয়নস লিগে খেলতে বাধা নেই তাদের।

গত ফেব্রুযারিতে  বার্সেলোনার বিরেুদ্ধে রেফারিকে অর্থ প্রদানের অভিযোগ সামনে আসে। ম্যাচ রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি মারিয়া এনরিকজ নেগ্রেইরাকে অর্থ দিয়েছিল বার্সা। এর ফলে নাকি ম্যাচের ফলাফলে প্রভাব সৃষ্টি হয়েছিল। কিন্তু বার্সা ও নেগ্রেইরার পক্ষথেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে তারে মধ্যে অর্থের লেনদেন হয়েছিল পরামর্শক হিসেবে কাজ করার জন্য।

তবে এই বিষয়ে স্পষ্ট প্রমাণ পায়নি উয়েফা। উয়েফা তাদের কার্যক্রম আপাতত থামিয়ে দিলেও ইডিআইর  তদন্ত চলবে । উয়েফা লিখেন, ‘বার্সেলোনা স্বপ্রণোদিত হয়ে ইডিআইয়ের চলমান তদন্তে সাহয্য করতে বাধ্য থাকবে এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে হবে।’ ইয়েফা আরও জানায়, এই অভিযোগের ভবিষ্যতে প্রমাণ পাওয়া গেলে বার্সার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম আবারও শুরু হবে।

জেপি/নি-২৮/প্লাবন