হঠাৎ কর্মক্ষেত্রে পুলিশ

ঘুষের টাকা গিলে নিলেন সরকারি কর্মকর্তা

ঘুষ নেওয়ার সময় হঠাৎ অফিসে হাজির পুলিশ। পুলিশ দেখেই হাতে থাকা ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি এক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

সোমবার (২৪ জুলাই) ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন  রাজ্যটির রাজম্ব দপ্তরের এক কর্মকর্তা। গ্রেপ্তারের পরেই ঘুষের ওই টাকা গিলে ফেলেন তিনি। সরকারি ওই কর্মকর্তার নাম গজেন্দ্র সিংহ।

পুলিশ জানায়, গজেন্দ্র সিংহেএকটি জমির মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে চন্দন সিংহ লোধি নামের এক ব্যক্তি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ, হঠাৎ করেই উপস্থিত হয় গজেন্দ্রের অফিসে। এ সময় অভিযোগকারীর কাছ থেকে নেওয়া ঘুষের টাকা গজেন্দ্রের হাতেই ছিল। সঙ্গে সঙ্গেই সেগুলো মুখে ভরে নেন গজেন্দ্র। টাকা মুখে ভরে চিবোতে থাকেন তিনি, কিছু টাকা এসময় তিনি গিলেও ফেলেন।

পরে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক চেষ্টার পর তার মুখ থেকে ওই টাকা বের করা হয়। তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি।

এভাবে ঘুষের টাকা গিলে ফেলায় হতবাক হয়েছেন সবাই। যদিও ভারতে এধরণের ঘটনা এই প্রথম নয়। এর আগে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর ব্যালট পেপার গিলে ফেলার অভিযোগ ওঠে এক প্রার্থীর বিরুদ্ধে। এ নিয়ে বেশ কিছুদিন সরগরম ছিল রাজ্যের রাজনীতি।

জেপি/নি-২৫/এমএইচ